আসসালামুআলাইুম,
সকল প্রসংশা একমাত্র আল্লাহরই জন্য ।শান্তি ও সালাম নবী মুহাম্মদ(সঃ) এর উপর ।
ধন্যবাদ তাদের যাদের উৎসাহে আজ আমি এ ব্লগের যাত্রা শুরু করতে পেরেছি।বিশেষ করে তাকে ধন্যবাদ জানাই যার উৎসাহ ও নির্দেশনা না পেলে আমি এত দ্রূত ব্লগ এ যাত্রা শুরু করতে পারতাম না, আল্লাহই একমাত্র মহাজ্ঞনিী ।তিনি হলেনdigitalbangla@gmail.com./www.bangla-tutor.blogspot.comবিভিন্ন সমস্যায় যিনি ইমেইলে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন ।
আমার স্নেহের আব্দুল্লাহ আল মামুনের কথা না বললেই নয়, যার ধরে ইন্টারনেট,ইমেইল,ব্লগ.....নানান দিকে প্রবেশ করেছি ।
আর একজন তিনি হলেন বাগেরহাটের সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম । যিনি বর্তমান সরকারের এ টু আই প্রকল্পে বাংলাদেশের মধ্যে তৃতীয় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পুরষ্কৃত হয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন কর্তৃক ,যা বাহগরহাট বাসীর জন্য অবশ্যই গর্বের এবং যা তথ্য প্রযুক্তিতে বাগেরহাটবাসীকে এগিয়ে যেতে সাহায্য করেছে ।
ইউনিয়ন পরিষদের তথ্যসেবাগুলো আসলেই কতটা উন্নত হয়েছে না দেথেলে বোঝা যাবে না । বাহেরহাটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দাড়িয়েছে প্রযুক্তিতে ।আর বাগেরহাটের প্রান সাধারণ মানুষ, কেমন করে তারা গ্রহন করেছে তথ্যপ্রযুক্তিকে? তথ্যপ্রযুক্তির সুফল-কুফল,
ধর্মীয় উদ্দীপনায় ইন্টারনেট,ধর্মকে ধ্বংসে ইন্টারনেট,অন-লাইন আয় মোট কথা অন-লাইনে বাগেরহাটবাসীর স্বপ্ন,বাগেরহাটের গুণীজন পরিচিতি,অন-লাইন ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচিতি থাকবে ডিজিটাল বাগেরহাটে ।
আশা করি সাথে থাকবেন ।
ধন্যবাদ সকলকে।
No comments:
Post a Comment