" বিসমিল্লাহির রহমানির রহিম "
যে কোন অবস্থায় কোন মানুষ আত্মহত্যা করলে তার পরিনাম হবে জাহান্নাম ।
ধর্মের নামে আত্মহত্যাকারীও জাহান্নামী । রসুল (সঃ) তাঁর সাথে জহাদে
অংশগ্রহনকারী আত্মঘাতী সহাবীকেও জাহান্নামী বলে ঘোষনা করেছেন । মহান আল্লাহ
বলেন ,
" আর তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিওনা । মানুষের সাথে সদাচরন কর । নিশ্চয়ই আল্লাহ সদাচরনকারীদের ভালবাসেন ।"
সূরা -বাকারা -৯৫ ।
অত্র আয়াতে আল্লাহতায়ালা আত্মহত্যাকে চিরতরে হারাম ঘোষনা করেছেন । রসুল
(সঃ) বলেছেন ," তোমাদের পূর্ববর্তী লোকদে;র মধ্যে এক ব্যক্তি আঘাতের ব্যাথা
দুঃসহ বোধ করে আত্মহত্যা করে । আল্লাহ তার সম্পর্কে বলেন , আমার বান্দা
আমার নির্ধারিত সময়ের পূর্বেই নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন
করেছে । আমি তার জন্য জান্নাত হারাম করলাম ।" বুখারী (১/১৮২ পৃঃ)
রসুল (সঃ) বলেছেন , " যে ব্যক্তি লৌহাস্ত্র দ্বারা আত্মহত্যা করে
জাহান্নামে তাকে লৌহাস্ত্র দ্বারা সর্বক্ষন শাস্তি দেওয়া হবে ।" বুখারী
(১/১৮২ পৃঃ)
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত , তিনি বলেন , আমরা আল্লাহর রসুল (সঃ)
এর সাথে এক যুদ্ধে ছিলাম । তিনি ইসলামর দাবীদার এক ব্যাক্তিকে লক্ষ করে
বললেন , এ ব্যক্তি জাহান্নামী । অথচ যখন যুদ্ধ শুরু হল তখন সে লোকটি ভীষন
বীর বিক্রমে যুদ্ধ করল এবং আহত হল । তখন বলা হল, হে আল্লাহর রসুল (সঃ)! যে
লোকটি সর্ম্পকে আপনি বলেছিলেন সে লোকটি জাহান্নামী আজ সে ভীষন যুদ্ধ করেছে
এবং মারা গেছে । রাবী বলেন, এ কথার উপর কারো কারো অন্তরে এ বিষয়ে সন্দেহ
সৃষ্টি উপক্রম হয় এবং তারা এ সম্পর্কিত কথা বার্তায় রয়েছেন।এ সময় খবর এলো
যে লোকটি মারা যায়নি বরং মারাত্বকভাবে আহত হয়েছে । যখন রাত্রি হল সে আঘাতের
কষ্টে ধৈর্যধারন করতে পারল না এবং আত্মহত্যা করল । তখন নাবী (সঃ) এর নিকট এ
সংবাদ পৌছান হল । তিনি বলে উঠলেন আল্লাহু আকবর । আমি সাক্ষ্য দিচ্ছি যে,
আমি অবশ্যই আল্লাহর বান্দা ও তাঁর রসুল । অতঃপর নাবী (সঃ) বেলাল (রাঃ) কে
আদেশ করলেন, তখন তিনি লোকেদের মধ্য ঘোষনা দিলেন যে, মুসলিম ব্যতীত কেউ
জান্নাতে প্রবেশ করবে না । আর আল্লাহ তা'য়ালা এই দ্বীনকে মন্দ লোকদের
দ্বারাও সাহায্য করেন ।" বুখারী (১/৪৩০পৃঃ)
সুতরাং ইসলামের সীমারেখা মেনেই আমাদের যাবতীয় কর্মকান্ড পরিচালিত হওয়া
একান্ত প্রয়োজন । ইসলামের ভুল ব্যাখ্যার কারনে আমরাই যেন ইসলামকে ইসলামের
শত্রুদের নিকট হেয় প্রতিপন্ন না করে তুলি। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে
ইসলামকে বোঝার এবং মানার তৌফিক দান করুন । আমীন ।
No comments:
Post a Comment