Pages

Monday, July 09, 2012

KHULNA ZILLA

খুলনার ম্যাপ





সমুদ্র, নদী আর অরণ্যের অনন্য রূপসুধায় রূপসী খুলনা। দক্ষিণের বঙ্গোপসাগর আর তার কোল ঘেষে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন খুলনাকে দিয়েছে এক অনন্যমাত্রা। ভৈরব-রূপসা-শিবসা-ভদ্রা-পশুরসহ আরো অনেক ছোট-বড় নদী ঘিরে আছে এই জেলাকে। দিগন্ত-বিস্তৃত ফসলের ক্ষেত, জালের মত ছড়িয়ে থাকা নদী-খাল-বিল, নিবিড় অরণ্য, দৃশ্যমান নীল


আকাশ আর দূষণহীন মুক্ত বাতাস খুলনাকে করে তুলেছে একধারে বাংলাদেশের প্রাকৃতিক রূপবৈচিত্র্যের আধার অন্যদিকে বসবাস এবং পর্যটনের এক অনন্য ক্ষেত্র। 

বৃটিশ ভারত তথা অবিভক্ত বাংলার প্রথম মহকুমা খুলনা -১৮৮৩ সালের প্রশাসনিক পুনর্বিন্যাস - পূর্বকালে আয়তনের হিসেবে ছিল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা। লোকসংখ্যায় দশম। এসময় ‘খুলনা জেলা’ 
বলতে বুঝাতো খুলনা সদর ,বাগেরহাট ও সাতক্ষীরা মহকুমা-র সম্মিলিত ভূভাগকে (অতঃপর প্রায়শ ‘বৃহত্তর খুলনা’ হিশেবে উল্লিখিত), যার মোট আয়তন ছিল ৪,৬৯৭ বর্গমাইল (নদী এলাকাসহ)। 
তবে প্রশাসনিক পুর্বিন্যাসের কারনে খুলনার পরিমাণফল দাঁড়ায় ৪,৩৯৪ বর্গকিলোমিটার; এবারে হয় দেশের চতুর্থ বৃহত্তম জেলা। 
খুলনা জেলার অন্যতম প্রতিষ্ঠান খুলনা
মেডিকেল কলেজও হাসপাতাল।চিকিৎসক
হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের নিকট খুলনা
মেডিকেল কলেজের চাহিদা তুলনামূলকভাবে
অন্যান্য মেডিকেল কলেজের চেয়ে বেশী।
গুণে ও মানে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের
অন্যতম পাবলিক বিশ্বাবদ্যালয়।দীর্ঘদিন রাজ
নীতিমুক্ত থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চাহিদা
সাধারণ ছাত্র-ছাত্রীদের নিকট অনেক উপরের
দিকে।
যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি খুলনার
 অর্থনৈতিক উন্নয়নেও যে সেতুটি মূখ্য ভূমিকা
পালন করে চলেছে  সেটি হল দক্ষিন বাংলার সকল মানুষের প্রিয় সেতু খানজাহান আলী সেতু যেটি রুপসা সেতু নামেও সমধিক পরিচিত।
রুপসা সেতুর রাত্রিকালীন একটি অপূর্ব দৃশ্য
যা সাধারণ এলাকাবাসী সহ দূর-দূরান্তের পর্য
টকদের নিকট এক মিলন-মেলার উপলক্ষ্য হিসাবে উপস্থাপিত হয়েছে।

No comments:

Post a Comment