সৌদি আরব
রাষ্ট্রীয় নাম-আল মামলাকাতুল
আরাবিয়্যাতুস সৌদি আরব
ইংরেজীতে- KINGDOM OF
SAUDI ARABIA (KSA)
রাজধানীর নাম-রিয়াদ
জাতীয় পতাকা-পতাকার রং সবুজ। দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ প্রস্থ ও এতে তাওহীদের মর্মবাণী 'লা-ইলাহাইল্লাহ'-এ কালেমা আরবীতে উৎকীর্ণ করা আছে। কালেমার নীচেই একটিকোষমুক্ত তরবারীর ছবি রয়েছে।কালেমা উৎকীর্ণ থাকায় সৌদি আরবের পতাকা কখোনো অর্ধনমিত করা হয় না।
বর্তমান রাজবংশের প্রতিষ্ঠাতা-
আব্দুল আজিজ ইবনে সউদ
আয়তন- ২২,৫০,০০০বর্গকিলোমিটারলোকসংখ্যা-২কোটি ৮১ লাখ
ভাষা-আরবী
মুদ্রা-রিয়াল
মাথাপিছু আয়-২৩,২৭৪$
গড় আয়ু-৭৩.৯ বছরজনসংখ্যা বৃদ্ধির হার-২.১%
সরকার পদ্ধতি-রাজতন্ত্র
কেন্দ্রীয় ব্যাংক-সৌদি
অ্যারাবিয়ান মনিটারী এজেন্সি
প্রসিদ্ধ শহর-মদীনা
মদীনার পূর্বনাম ছিল-ইয়াসরিব
আইন সভা -দেশটির কোন
আইনসভা নেই।তবে একটি
কনসালটেটিভ কাউন্সিল আছে,
যার নাম মজলিশ আশ-শূরা।
এর সদস্য সংখ্যা১২০ জন,যাদের
সৌদি বাদশাহ নিয়োগ দেন।সংবিধান-কোনো লিখিত সংবিধান নেই।ইসলামী শরীয়া আইন
মোতাবেক রচিত,১৯৯৩ সালে এতে সরকারের অধিকার দায়িত্ব সর্ম্পকিত উপধারা সংযোজন করা হয়েছে।
জাতীয় প্রতীক-
আড়াআড়ি দুটি তরবারির ওপরএকটি খেজুরগাছ হলো সৌদি আরবের জাতীয় প্রতীক। খেজুরগাছ দ্বারা বোঝানো হয়েছে সম্মৃদ্ধিআর তরবারি দ্বারা ন্যায় বিচার, শক্তি ও নিরাপত্তা বোঝানো হয়েছে।
সৌদি আরব জাতিসংঘের সদস্যপদ
লাভ করে২৪ অক্টোবর, ১৯৪৫ সাল।
সৌদি আরবের প্রধান সংবাদ সংস্থার
নাম-সৌদি প্রেস এজেন্সি (এসপিএ,SPA)।
প্রসিদ্ধ শহর-তায়েফ
তায়েফে যাওয়ার পথ,আধুনিক সড়কের বিষ্ময়।
সৌদি আরবের জাতিসত্তা-
আরব-৯০% এবং আফ্রো-এশিয়ান-১০%।
সৌদি আরবের বিখ্যাত খেজুর গাছ।
নিজস্ব চাহিদা মেটানোর পর সৌদিবিশ্বখ্যাত খেজুর অন্যান্য দেশে
রপ্তানী করা হয়। রমজানের ইফতারীর
অনন্য আইটেম এই সৌদি খেজুর,
যা সমগ্র মুসলিম উম্মাহ বিশেষ
নেয়ামত হিসাবে সাদরে গ্রহন
করে নেয়।
সৌদি আরবের জাতীয় দিবস-২৩ সেপ্টেম্বর।
১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর সব গোত্র ও প্রদেশ
সমূহ একত্রীকরণ করা হয়। সেজন্য প্রতিবছর
২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হয়।
সৌদি আরবের বিচার ব্যবস্থা-------
সৌদি আরবের সকল বিচার ব্যবস্থা
ইসলামী আইন অনুযায়ী পরিচালিত
হয়।
ALLAH IS GREAT |
No comments:
Post a Comment