Pages

Thursday, July 05, 2012

BAGERHAT ZILLA


বাগেরহাট
পোষ্ট কোড নং ৯৩০০
বাংলাদেশর অন্যতম জেলা।এই জেলায় একই সাথে রয়েছে দুইটি ওয়ার্ল্ড হেরিটেজ যা অন্য কোথাও নেই।




এখানে রয়েছে অসংখ্য পুরাকীর্তি আর ঘন শ্যামল বনানী। পীর খানজাহানের স্মৃতি বিজড়িত সাগর কন্যা সুন্দরবনের আঁচলে ঢাকা বাগেরহাট পযর্টকদের জন্য অন্যতম আর্কষণীয় স্থান।

একসময় বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ বা প্রতিনিধির শহর। খানজাহান আলী (রঃ) গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসেবে এ অঞ্চল শাসন করতেন। কেউ কেউ মনে করেন, বরিশালের শাসক আগা বাকের এর নামানুসারে বাগেরহাট হয়েছে। 

কেউবা মনে করেন, পাঠান জায়গীরদার বাকির খাঁ এর নামানুসারে বাগেরহাট হয়েছে। আবার কারো মতে বাঘ শব্দ হতে বাগেরহাট হয়েছে। জনশ্রুতি রয়েছে , খানজাহান আলী (রঃ) এর একটি বাগ ( ফার্সি শব্দ, অর্থ - বাগান ) বা বাগিচা ছিল। এ বাগ শব্দ হতে বাগেরহাট হয়েছে। 

আবার কারো কারো মতে নদীর বাঁকে হাট বসতো বিধায় বাঁকেরহাট হতে বাগেরহাট হয়েছে। প্রকৃত ইতিহাস রহস্যাবৃত।


বাগেরহাট জেলার উপজেলার
সংখ্যা মোট ৯টি। উপজেলাগুলো
হল-

৪.মোংলা উপজেলা
৫.শরণখোলা উপজেলা
৬.রামপাল উপজেলা
৭কচুয়া উপজেলা
৮.মোড়েলগঞ্জ উপজেলা


বাগেরহাট জেলার সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ-
পুলিশ বিভাগ  
হাসপাতাল/স্বাস্হ্যকেন্দ্র
বাগেরহাটের জনপ্রতিনিধিরা 

বাগেরহাটের দর্শনীয় স্থান
বাগেরহাটের হোটেল ও আবাসন সুবিধাসমূহ
বাগেরহাটের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ভিতরের দৃশ্য উপভোগের একটি কৃত্রিম ব্যবস্থা





বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন



No comments:

Post a Comment