Pages

Friday, June 15, 2012

স্বাধীনতা পুরস্কার (১৯৭৭-২০১২)

বাংলাদেশ সরকার প্রদত্ত সবোর্চ্চ বেসরকারী সন্মাননা পদকটির নাম হলো স্বাধীনতা পুরস্কার। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরনে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরুপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এই পুরস্কার প্রবর্তন করে। যেসকল ক্ষেত্রে এ পদকগুলো প্রদান করা হয় সে ক্ষেত্রগুলো হল-
  • স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্মরনীয় অবদান
  • ভাষা আন্দোলনে অবদান
  • শিক্ষা
  • সাহিত্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • চিকিৎসা বিজ্ঞান
  • সাংবাদিকতা
  • জনসেবা
  • সামাজিক বিজ্ঞান
  • সংগীত
  • ক্রীড়া
  • চারুকলা ও পল্লী উন্নয়নে অবদান ।
১৯৭৭ সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত যে সকল গুণীজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তাদের তালিকা --
২০১২ সালে স্বাধীনতা পদক পেয়েছেন যারা-  


  1. লেঃ কমান্ডার মোয়াজ্জেম হোসেন (মরঃ)- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  2. আবুল কালাম শামসুদ্দিন (মরনোত্তর)--   স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ 
  3. ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী--          স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  4. গীতিকার নয়ীম গহর--                           স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  5. অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম-     শিক্ষা
  6. উপাচার্য প্রান গোপাল দত্ত-                      চিকিৎসা
  7. উপচার্য আবুল ফজল (মরনোত্তর)-          সাহিত্য
  8. ডঃ কাজী এম বদরুদ্দোজা -                     গবেষনা ও প্রশিক্ষণ  
  9. মোঃ বজলুর রহমান-                               সাংবাদিকতা
  10. ডঃ কামরুল হায়দার-                              বিজ্ঞান ও প্রযুক্তি


 ২০১১ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা বা যে প্রতিষ্ঠান- 
জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর সাতজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-  
  1. গাউস খাঁন --                                          মরনোত্তর
  2. সংঘরাজ জ্যোতিপাল মহাথের --             মরনোত্তর
  3.  ডঃ নীলিমা ইব্রাহিম --                            মরনোত্তর
  4. এয়ার ভাইস মার্শাল(অবঃ) আব্দুল করিম খন্দকার (বীর উত্তম)
  5. নূতন চন্দ্র সিংহ --                                    মরনোত্তর 
  6. এ কে এম  শামসুজ্জোহা --                       মরণোত্তর
  7.  মুহাম্মাদ আবুল হাশেম খাঁন-                   সংষ্কৃতি 
  8. বাংলাদেশ পুলিশ-                                    মুক্তিযুদ্ধ
  9.  ঢাকা বিশ্ববিদ্যালয়-                                  শিক্ষা


২০১০ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা বা যে প্রতিষ্ঠান- 


জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর দশজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-  
  1. একে এম শামসুল হক খাঁন-                         স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  2. সৈয়দা সাজেদা চৌধুরী-                                স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  3. জনাব বেলাল মোহাম্মদ-                                স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  4. প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী-                    শিক্ষা
  5. জনাব যতীন সরকার-                                    শিক্ষা   
  6. মরহুমা রোমেনা আফাজ-                              সাহিত্য
  7. ডঃ মুস্তাফা নূরউল ইসলাম-                           সাহিত্য
  8. মরহুম ওযাহিদুল হক-                                  সংস্কৃতি
  9. মরহুম আলমগীর কবির-                               সংস্কৃতি
  10. ফেরদৌসী প্রিয়ভাষিনী-                                  সংস্কৃতি
  11. বাংলা একাডেমী-                                           সংস্কৃতি


 ২০০৯ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা -- 


জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর চারজন ব্যক্তিকে  স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-


১.প্রফেসর এ এম হারুন অর রশিদ-
(বিজ্ঞান ও প্রযুক্তি)  

২.জনাব আব্দুল মতিন-(সংস্কৃতি)
৩. জনাব আব্দুল গফ্ফার চৌধুরী-(সাহিত্য)
 ৪.মরহুমা আইভি রহমান-(সমাজসেবা)


২০০৮ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা বা যে প্রতিষ্ঠান- 
জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর তিনজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-  
১.ডঃ জি সি দেব-(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
২.ডঃ সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা 
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৩.রেহমান সোবহান-(গবেষনা ও প্রশিক্ষণ)
৪.বাংলাদেশ রাইফেলস-(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
২০০৭ সালে স্বাধীনতা পদক পেয়েছেন যে প্রতিষ্ঠান- 
এ বছর দুটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটি হলেন-  
১.ব্র্যাক-(সমাজ সেবা)
২. বাংলাদেশ সেনাবাহিনী-
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং জনসেবা) 
২০০৬ সালে স্বাধীনতা পদক পেয়েছেন যে প্রতিষ্ঠান-
এ বছর দুটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটি হলেন-
১.র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-(সমাজসেবা)  
২.বাংলাদেশ বেতার-(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
 ২০০৫ সালে স্বাধীনতা পদক পেয়েছেন যারা বা যে প্রতিষ্ঠান- 
এ বছর একটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে এ পদক দেওয়া হয়। তারা হলেন-
১.  ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ
 (আইসিডিডিআর,বি,স্বাস্থ্যসেবা)
 ২.মোঃ মুজিবুল হক -
(দেশ ও মানুষের কল্যান)   
২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছেন যারা বা যে প্রতিষ্ঠান- 
এ বছর তিনটি প্রতিষ্ঠান ও সাতজন ব্যক্তিকে এ পদক দেওয়া হয়। তারা হলেন-
১. ব্রিগেডিয়ার (অবঃ) প্রফেসর আব্দুল মালিক
(চিকিৎসা)  
২.আবু ইসহাক-(মরণোত্তর, সাহিত্য)
৩.আলতাফ মাহমুদ-(মরণোত্তর, সংস্কৃতি) 
৪.মুহাম্মদ সিদ্দিক খাঁন-(মরণোত্তর, শিক্ষা)
৫. মিস ভেলেরী এ টেইলর-(জনসেবা)
৬. অলি আহাদ-(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ) 
৭. কমরেড মনি সিংহ-
(মরণোত্তর,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ) 
৮.বাংলাদেশ আনসার ও ভিডিপি-(ক্রীড়া)
 ৯.সন্ধানী--(সমাজ সেবা)
১০.পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া--
(পল্লী উন্নয়ন)
  ২০০৩ সালে স্বাধীনতা পদক পেয়েছেন যারা- 
এ বছর দুজন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন । তারা হলেন-
১. প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (মরণোত্তর) 
২.প্রয়াত প্রেসিডেন্ট  জেনারেল জিয়াউর রহমান (মরণোত্তর)  
২০০২ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা বা যে প্রতিষ্ঠান- 
জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর তিনজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-  
১.এস এ বারী এ টি (মরণোত্তর)-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ) 
২.হাসান হাফিজুর রহমান 
(মরণোত্তর,সাহিত্য)
৩.বারীণ মজুমদার (মরণোত্তর,সঙ্গীত)
৪.আব্দুল লতিফ-(সঙ্গীত)  
৫.ঢাকা আহছানিয়া মিশন-(সমাজসেবা) 
২০০১ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা বা যে প্রতিষ্ঠান- 
জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর দশজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-
১.আলহাজ্ব জহুর আহমদ চৌধুরী (মরঃ)-
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ) 
২.জনাব মোহাম্মদ ময়েজ উদ্দীন (মরঃ)-
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৩.জনাব রুহুল কুদ্দুস (মরণোত্তর)
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)  
৪.জনাব আমিনউদ্দীন (মরণোত্তর)-
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ) । 
৫.ডাঃ জিকরুল হক (মরণোত্তর)-
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ) । 
৬. কবি সৈয়দা মোতাহেরা বানু
(মরণোত্তর,সাহিত্য) ।
৭.আশফাকুর রহমান খাঁন-
(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ) ।  
৮.এম আর আখতার মুকুল-সাংবাদিকতা ।  
৯.এম এ আজীজ-
(মরণোত্তর,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
১০.জনাব মশিউর রহমান
(মরণোত্তর,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)।
১১.বাংলাদেশ ক্রিকেট বোর্ড-
(ক্রীড়া ও খেলাধুলা)।
চলমান----



No comments:

Post a Comment